নিজস্ব প্রতিবেদক:
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটি দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে উল্লেখ করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
আজ ২৫ জুলাই (শুক্রবার) সকালে আলীকদম সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।
অধ্যাপক থানজামা লুসাই বলেন,
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার আন্তরিক।আর এই আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতা নয়।এটি আমাদের দায়িত্ববোধ, সহানুভূতি ও সম্মিলিত প্রয়াসের প্রতিচ্ছবি।
একটি দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সমাজের প্রতিটি মানুষ, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত হয়। তাই আমাদের এই সহায়তা কার্যক্রম শুধু সাময়িক সেবা নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদি স্বপ্ন। যেখানে প্রতিটি মানুষ নিজের মর্যাদা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারে।
এই উদ্যোগের মাধ্যমে যে পরিবারগুলোকে সহযোগীতা করা হচ্ছে তারা যেন এই সহায়তাকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করে, আত্মনির্ভরশীল হয়ে ওঠে এবং নিজের জীবনমান উন্নয়নের পাশাপাশি সমাজে একটি ইতিবাচক প্রভাব তৈরি করেতে পারেন সেই প্রত্যাশা করেন তিনি।
সহায়তা প্রদান অনুষ্ঠানটির মাধ্যমে ৪২২ পরিবারের মধ্যে গবাদি পশু,গাছের চারা, সেলাইমেশিন ও ২০ জন প্রসূতি মাকে আর্থীক সহায়তা প্রদান করা হয়।
উক্ত অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ,আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহীর প্রমূখ।

                    







                                    
                                    







