বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০১৯ | ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে হাজতির মৃত্যু

প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০১৯ ৭:৪০ অপরাহ্ণ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. আলমগীর (৩৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রবিউল ইসলাম জানান, আসামি হিসেবে কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন আলমগীর। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলমগীরের বাবা মৃত নুরুল ইসলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান, আলমগীরের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - বান্দরবান জেলা